রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী ইউনিভার্সিটি হাইয়ার স্টাডি ক্লাব (আরইউএইচএসসি)’র আয়োজনে এবং ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান StatX-এর সহযোগিতায় শুরু হয়েছে চারদিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স ‘Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program’।
শুক্রবার (১০ অক্টোবর) শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ১১, ১৭ ও ১৮ অক্টোবর প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এতে থাকছে ১০ ঘণ্টার ব্যবহারিক সেশন, রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় মেটেরিয়ালস, সার্টিফিকেট ও একটি প্রজেক্ট সলভ।
কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল লতিফ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা StatX এবং গবেষণা সহকারী, বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রশিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণায় এসপিএসএস (SPSS) সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা। অংশগ্রহণকারীরা ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং ও রিপোর্ট প্রস্তুতের প্রক্রিয়া হাতে-কলমে শিখছেন।
সেশনে প্রশিক্ষক অংশগ্রহণকারীদের সফটওয়্যারের মৌলিক ধারণা ও বিশ্লেষণ প্রক্রিয়া প্রদর্শন করছেন। অংশগ্রহণকারীরা বাস্তব ডেটা ব্যবহার করে বিশ্লেষণ অনুশীলনে যুক্ত হচ্ছেন এবং বিষয়ভিত্তিক প্রজেক্টে কাজ করছেন।
আয়োজকদের মতে, বর্তমান সময়ে গবেষণা, অ্যাকাডেমিক থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে এসপিএসএস দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা ও ডেটা বিশ্লেষণে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।