ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তে ক্যাম্পাসে এসেছে সিআইডির তদন্তকারী টিম। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তদন্তের অগ্রগতি তুলে ধরেন কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কুষ্টিয়া সিআইডি শাখার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও আবু তারিকসহ অন্যান্যরা।
সাংবাদিকদের সিআইডি কর্মকর্তারা জানান, তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর থেকে নিজস্বভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ছয়বার ক্যাম্পাসে আসা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মামলাটি হাতে নেয় সিআইডি।
তদন্ত দল জানায়, প্রাথমিক রিপোর্টে প্রমাণ মিলেছে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড এবং এতে এক বা একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তারা এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান, যাতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।