জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে বিশ্বের প্রভাবশালী কয়েকজন সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার এক হোটেল স্যুটে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গারের নেতৃত্বে গঠিত প্রতিনিধিদল ড. ইউনূসের নেতৃত্ব, দারিদ্র্য বিমোচনে অবদান ও সামাজিক ন্যায়বিচারের প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, “আমরা আপনাদের পাশে আছি, বাংলাদেশের এই পরিবর্তনের সময় সহযোগিতা করব।”
স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মরিশাসসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি, কূটনীতিক এবং আন্তর্জাতিক মানবাধিকার নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে কেরি কেনেডি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি উল্লেখযোগ্য।” নেতারা আরও জানান, দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনের পর দেশ এখনো নানা চ্যালেঞ্জের মুখে আছে, তবে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে তারা পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত।
অপ্রত্যাশিত এই সমর্থনে আবেগাপ্লুত ড. ইউনূস দেশটির সংকটকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, “আমরা ১৫ বছরের একটি ৯ মাত্রার ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছি। জনগণের প্রত্যাশা দ্রুত পরিবর্তনের, যদিও সম্পদ সীমিত। তবুও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আমাদের এগোতে হবে।”