কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স: নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ইউট্যাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্কটল্যান্ডের অনারারি কনসাল জেনারেল হলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই সড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ভোলা বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয়—আফগানিস্তানের উন্নয়ন তার প্রমাণ: মামুনুল হক নোয়াখালীতে তাহাজ্জুদের সময় ১২ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন ভারত অনুমতি না দেওয়ায় বুড়িমারীতে ভুটানের ট্রানজিট পণ্য আটকে অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স: নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

আগামী ২৬-২৭ নভেম্বর বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনফারেন্স, প্রবন্ধ জমার শেষ সময় ৭ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক এ কনফারেন্স আগামী ২৬ ও ২৭ নভেম্বর আয়োজিত হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে— বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, নাট্যকারদের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন এবং নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও রচনার নবমূল্যায়ন। উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই প্রবন্ধ জমা দেওয়া যাবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত ভাষা-সাহিত্য পরিক্রমা জার্নালে প্রকাশ করা হবে।

কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, “বাংলা বিভাগ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এতে আমরা আনন্দিত। আশা করি এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং বাংলা বিভাগের সাফল্য আরও সমৃদ্ধ হবে।”

কনফারেন্সের আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী জানান, “আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী। এ বছরই বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবার্ষিকী। তিনি স্কুল পর্যায় থেকেই নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। তাই এই দুটো বিষয় সামনে রেখে কনফারেন্স ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “৭ অক্টোবরের মধ্যে প্রবন্ধের সারসংক্ষেপ জমা দিতে হবে। যাদের সারসংক্ষেপ গৃহীত হবে তাদের ৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দিতে হবে। ২৬ নভেম্বর কনফারেন্স শুরুর দিন মুনীর চৌধুরীর জন্মদিন হওয়ায় আমরা এ তারিখ নির্বাচন করেছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT