কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স: নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স: নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

আগামী ২৬-২৭ নভেম্বর বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনফারেন্স, প্রবন্ধ জমার শেষ সময় ৭ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক এ কনফারেন্স আগামী ২৬ ও ২৭ নভেম্বর আয়োজিত হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে— বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, নাট্যকারদের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন এবং নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও রচনার নবমূল্যায়ন। উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই প্রবন্ধ জমা দেওয়া যাবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত ভাষা-সাহিত্য পরিক্রমা জার্নালে প্রকাশ করা হবে।

কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, “বাংলা বিভাগ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এতে আমরা আনন্দিত। আশা করি এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং বাংলা বিভাগের সাফল্য আরও সমৃদ্ধ হবে।”

কনফারেন্সের আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী জানান, “আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী। এ বছরই বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবার্ষিকী। তিনি স্কুল পর্যায় থেকেই নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। তাই এই দুটো বিষয় সামনে রেখে কনফারেন্স ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “৭ অক্টোবরের মধ্যে প্রবন্ধের সারসংক্ষেপ জমা দিতে হবে। যাদের সারসংক্ষেপ গৃহীত হবে তাদের ৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দিতে হবে। ২৬ নভেম্বর কনফারেন্স শুরুর দিন মুনীর চৌধুরীর জন্মদিন হওয়ায় আমরা এ তারিখ নির্বাচন করেছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT