যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস.এম. সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পংকজ রায় ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা ঘটানো হেনস্থা দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও ঘটতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের রুটিন ওয়ার্কের বাইরে যদি কেউ কোনো পদক্ষেপ নেয়, শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মোকাবেলা করবে। জুলাইয়ের পক্ষের শক্তি যারা ধারণ করেছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরোনো স্বৈরাচারের প্রচেষ্টার ফল।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে যারা অংশ নিয়েছিল এবং শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীরা যদি সংশোধন না হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিবাদের পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।”
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে ডিম নিক্ষেপ ও গালমন্দের শিকার হন। একই সময়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও হামলার শিকার হন। ঘটনাটি সংঘটিত করেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকরা।