জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তার সঙ্গে যাদের বৈঠক হয়েছে তাদের মধ্যে আছেন—অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের মহামান্য রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক, চিলির সাবেক রাষ্ট্রপতি এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে নির্ধারিত আসন্ন জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মতো নতুন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন ড. ইউনূস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা, টিকাদান কর্মসূচি এবং বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চিলির প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে গণতন্ত্র ও উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা শেয়ার করা হয় এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
ড. ইউনূস বৈঠকগুলোতে জোর দিয়ে বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ জানান এবং আগামীর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।