কুমিল্লা মেডিকেল কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ড্যাবের প্রতিবাদ সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

কুমিল্লা মেডিকেল কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ড্যাবের প্রতিবাদ সভা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার সকালে কলেজের কনফারেন্স রুমে সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ড্যাব সভাপতি ডা. এম এম হাসান বলেন, তিনি সততায় বিশ্বাস করেন এবং তারেক রহমানের নির্দেশনায় ড্যাব কুমিল্লাকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করছেন। কেউ দুর্নীতিতে জড়ালে কেন্দ্রীয় ড্যাব ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেন।

সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান মজুমদার অভিযোগ করেন, ক্রয় প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হচ্ছে—যেখানে ১০১ টাকার ইনজেকশন ১৩০১ টাকায় কেনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, টেন্ডার নিয়ম মেনে হতে হবে এবং ক্যাম্পাসে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না।

ডা. আরিফ হায়দার বলেন, এসব অনিয়মের ফলে দরিদ্র রোগীরা বঞ্চিত হচ্ছে এবং প্রায়ই হাসপাতালে ওষুধের সংকট দেখা দেয়। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে ডা. মিনহাজুর রহমান তারেক উল্লেখ করেন, কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ গিয়েছে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ড্যাবের নামে কোনো ফান্ড রাইজ তোলা যাবে না।

সভায় অন্যান্য চিকিৎসকরাও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। তবে এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT