কুড়িগ্রাম সরকারি কলেজে তথ্য অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

কুড়িগ্রাম সরকারি কলেজে তথ্য অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

সনাক আয়োজিত কর্মসূচিতে ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ, আলোচনায় দুর্নীতি প্রতিরোধে আইনের গুরুত্ব

কুড়িগ্রাম সরকারি কলেজের প্রায় ১৫০ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা দিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সকালে কলেজের দর্শন বিভাগের হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে শিক্ষার্থীদের তথ্য পাওয়ার প্রক্রিয়া, অভিযোগ দায়েরের নিয়মাবলি এবং আইনটির গুরুত্ব নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি ফজলে-এলাহী স্বপন। উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রধান চিন্ময় রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. অনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধানসহ সনাক ও ইয়েস সদস্যরা।

বক্তব্যে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর একটি হাতিয়ার। শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে কলেজে এ ধরনের আরও আয়োজনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অফিসে এ আইন প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবায়ের জিম। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ দুর্নীতি প্রতিরোধে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT