বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা, পার্বত্য এলাকায় ভ্রমণ নিষেধ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা, পার্বত্য এলাকায় ভ্রমণ নিষেধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঝুঁকির কারণে বাংলাদেশে ভ্রমণে উচ্চ সতর্কতা; খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণ না করার নির্দেশ

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলেছে কানাডা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ পরামর্শ ও সতর্কতা’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

https://travel.gc.ca/destinations/bangladesh

বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে হলুদ সতর্কতার আওতায় রাখা হয়েছে, যার অর্থ—নাগরিকদের ভ্রমণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দেশের পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এতে ওই অঞ্চলে কানাডীয় নাগরিকদের ভ্রমণ না করার সরাসরি পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ, হরতাল-অবরোধসহ যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এসব ঘটনার অনেক সময় আগাম কোনো সতর্ক সংকেত পাওয়া যায় না। তাই সাধারণ ভ্রমণেও বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এজন্য ওই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বড় শহরগুলোতে রাজনৈতিক মিছিল, সমাবেশ বা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হঠাৎ সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কানাডা। নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলা এবং জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সতর্কতাটি উন্মুক্তভাবে প্রকাশ করা হয়েছে, যাতে কানাডীয় নাগরিকরা ভ্রমণের আগে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হতে পারেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT