বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলেছে কানাডা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ পরামর্শ ও সতর্কতা’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
https://travel.gc.ca/destinations/bangladesh
বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে হলুদ সতর্কতার আওতায় রাখা হয়েছে, যার অর্থ—নাগরিকদের ভ্রমণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দেশের পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এতে ওই অঞ্চলে কানাডীয় নাগরিকদের ভ্রমণ না করার সরাসরি পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ, হরতাল-অবরোধসহ যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এসব ঘটনার অনেক সময় আগাম কোনো সতর্ক সংকেত পাওয়া যায় না। তাই সাধারণ ভ্রমণেও বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এজন্য ওই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বড় শহরগুলোতে রাজনৈতিক মিছিল, সমাবেশ বা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হঠাৎ সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কানাডা। নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলা এবং জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সতর্কতাটি উন্মুক্তভাবে প্রকাশ করা হয়েছে, যাতে কানাডীয় নাগরিকরা ভ্রমণের আগে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হতে পারেন।