গণহত্যার জন্য ইসরাইলি নেতাদের একদিন কারাগারে ভরা হবে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

গণহত্যার জন্য ইসরাইলি নেতাদের একদিন কারাগারে ভরা হবে

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, ২৩ মাস ধরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল, আন্তর্জাতিক আদালতে শীর্ষ নেতাদের বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে

জাতিসংঘের গাজা বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজার চলমান সহিংসতা রুয়ান্ডা গণহত্যার মতোই ভয়াবহ। তিনি আশা প্রকাশ করেছেন যে, একদিন ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হবে।

জাতিসংঘের গাজা বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই। ছবি: সংগৃহীত

নাভি পিল্লাই নেতৃত্বাধীন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশন অব ইনকোয়ারি (COI) গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গাজা পরিস্থিতি নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গাজায় ২৩ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল। প্রতিবেদনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বিরুদ্ধে হত্যাকাণ্ডের নির্দেশ ও উসকানির অভিযোগ আনা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারক নাভি পিল্লাই ১৯৯৪ সালে সংঘটিত রুয়ান্ডা গণহত্যার বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান ছিলেন এবং পরে জাতিসংঘের মানবাধিকার প্রধানের দায়িত্বও পালন করেন। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, গাজা গণহত্যার জন্য ইসরাইলি নেতাদের বিচার করা হবে বলে তিনি জোর আশাবাদী। তিনি আরও বলেন, “বিচার একদিন হবেই,” এবং জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

তবে ইসরাইল বরাবরের মতো জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ হিসেবে আখ্যা দিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, হামাসের ‘মিথ্যাচার’র ওপর নির্ভর করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই ‘বিকৃত ও মিথ্যা’ প্রতিবেদন ইসরাইল প্রত্যাখ্যান করছে।

গাজার চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্ব নেতারা দ্রুত মানবিক সহায়তা পাঠানোর পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT