আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিসে শ্রমিক সংকটে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস খাতও বিপর্যস্ত পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ফন্দি ইসরায়েল-ভারতের! নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি কুবি শিক্ষার্থী ও মা হত্যা: সুষ্ঠু তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবিতে দুই দিনব্যাপী শরৎ সম্ভাষণ উৎসব রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেড় মাস ধরে গৃহবধূ নিখোঁজ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান চীনের অনুদানে বাংলাদেশ রেলওয়ের জন্য আসছে ২০টি নতুন লোকোমোটিভ নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি ক্যাম্পাস

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহসান হাবিব, জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা, মতবিনিময় ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং। সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং মুনসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর গুরুত্ব এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT