স্বামী ও সন্তানদের সংবাদ সম্মেলন, স্থানীয়দের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ; পুলিশ তদন্তে নেমেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন গৃহবধূ মোছাঃ রেনু বেগম (৫০)। তার সন্ধান চেয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন স্বামী ও তিন সন্তান।
সংবাদ সম্মেলনে স্বামী মো. বাবলু শেখ অভিযোগ করেন, তার স্ত্রী বিভিন্ন সময়ে ৮-১০ বার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন এবং পরে ফিরে আসেন। কিন্তু এবারের ঘটনায় তিনি ধারণা করছেন, স্থানীয় মনোয়ার ও তার সহযোগীরা ষড়যন্ত্র করে স্ত্রীকে আটকে রেখেছেন এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির চেষ্টা করছেন। বাবলু শেখ আরও বলেন, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের মামলায় তিনি ও ছেলে লিটন শেখ সাক্ষী হওয়ায় ওই পরিবারের পক্ষ থেকে হুমকির মুখে আছেন।
নিখোঁজ রেনু বেগমের ছেলে লিটন শেখ জানান, তার মা ১ জুলাই সকাল ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে গত ২৫ আগস্ট বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে মামলার স্বাক্ষী হওয়ার পর নানা হুমকির পাশাপাশি নানী মরিয়ম বেগমকে ভুল বুঝিয়ে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
মেয়ে বন্যা বলেন, মা নিখোঁজ থাকায় তিনি বাবার বাড়িতে এসে অবস্থান করছেন। এ ঘটনায় তার নানী মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বালিয়াকান্দি থানার এসআই আকবর জানান, বাবলু শেখ ও তার ছেলে লিটন একটি অপহরণ মামলার সাক্ষী। তারা নিখোঁজ সংক্রান্ত জিডিও করেছেন। একই সঙ্গে রেনু বেগমের মা তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনাসহ সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।