দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নির্মমভাবে হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশের বরাত অনুযায়ী, পলাশকে তার মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। হত্যার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
কাজী মহিউদ্দিন পলাশ
নিহত পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পলাশের ভাই, পল্লী চিকিৎসক কাজী আলমগীর জানান, পলাশের ফোন তিন দিন বন্ধ ছিল এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে হত্যার ঘটনা উদঘাটন করে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, “পলাশ তার পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।”
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।