প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি; ৫ মার্চ নির্বাচন, বিক্ষোভে নিহত অন্তত ৫০ জন
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। শুক্রবার রাতে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নেপালের নিম্নকক্ষ সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী ৫ মার্চ ২০২৬ নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে নেপালে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে অন্তত ৫০ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। অস্থিরতার সুযোগে দেশের বিভিন্ন জেল থেকে ১২ হাজারের বেশি বন্দি পালিয়ে যায়, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে দোকানপাট বন্ধ, সড়কে প্রতিবন্ধকতা এবং সেনা মোতায়েন দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল নেপালের রাজনৈতিক পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা অলি। পদত্যাগের পর থেকে তিনি জনসম্মুখে আর আসেননি। আন্দোলনকারীরা তার পাশাপাশি আরও কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। এমনকি সাবেক অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।
নতুন অন্তর্বর্তী সরকারের সামনে শান্তি ফিরিয়ে আনা, দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।