স্পেনের বার্সেলোনায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে এক মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাতে নুমান বিন সাবিদ জামে মসজিদে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাজমুল ইসলাম মাস্টার এবং সঞ্চালনা করেন মাওলানা ফরহাদ মাহমুদ বোরহান ও মাওলানা নাজমুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মহিবুর রহমান (ইমাম, ফুলতলী জামে মসজিদ, বার্সেলোনা) এবং গজল পরিবেশন করেন আব্দুল্লাহ আল মামুন ও নাজিম আহমদ।
শুভেচ্ছা বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সোহেল ভূঁইয়া বলেন, “আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে মিলাদুন্নবী মাহফিলকে সফল করতে যারা কষ্ট করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতে আরও বৃহৎ পরিসরে বার্সেলোনায় এ আয়োজন করা হবে।”
প্রধান আলোচনায় ছিলেন মাওলানা ইসমাইল হোসেন (খতিব, শাহজালাল জামে মসজিদ) ও হাফেজ মোক্তার হোসেন (খতিব, নুমান বিন সাবিদ জামে মসজিদ)। তাঁরা নবী করিম ﷺ -এর জন্মবৃত্তান্ত, জীবনী ও মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, “নবীর দরুদ পাঠ ছাড়া কোনো ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নেই। কোরআনের মৌলুদ শব্দ থেকেই এ দিনের গুরুত্ব প্রতীয়মান।”
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার সভাপতি মহিউদ্দিন হারুন, দৈনিক সাবাস বাংলাদেশ-এর স্পেন প্রতিনিধি সালমান বক্স, হাফেজ হাসান তালুকদার রাজা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার সভাপতি শাহ আলম স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
সালাতু সালাম, এশার নামাজ ও তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।