ঢাবিতে মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

ঢাবিতে মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই বিপ্লবী শিক্ষার্থী ও নাগরিকবৃন্দ’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন,  যারা এই আন্দোলনের মূলে ছিলেন, জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের ওপর হামলা হচ্ছে। আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল দাবি করলেও বাস্তবে ফ্যাসিবাদী রাজনীতি করছে। এমনকি একজন দায়িত্বশীল উপদেষ্টাও হামলা থেকে রেহাই পাননি। আমাদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

নিউইয়র্কে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, গতকাল নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থা ও হামলা করা হয়েছে। অথচ এ নিয়ে কোনো প্রতিবাদ হয়নি।

একজন উপদেষ্টার নিরাপত্তাহীনতা শুধু তাঁর জন্য নয়, আমাদের সবার জন্য চিন্তার বিষয়। বিপ্লবের সফলতা ব্যাহত হলে আওয়ামী লীগও শান্তি পাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে।

হামলার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যদি উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আওয়ামী লীগের টিকে থাকা প্রশ্নের মুখে পড়বে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, জুলাই বিপ্লবে আহত মাওলানা শফিকুর রহমান, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হাসান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ধারাবাহিকভাবে শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হয়নি। এ সময় তারা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT