১৫ নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস ইবি উপাচার্যের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

১৫ নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস ইবি উপাচার্যের

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) বাস্তবায়নের সাম্ভাব্য রোডম্যাপের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ইকসু গঠনতন্ত্র তৈরির জন্য দ্রুত একটি খসড়া কমিটি গঠন হবে। পাশাপাশি অরডিন্যান্স পাশের সম্ভাব্য সময়সীমা ১৫ নভেম্বর এবং পরবর্তী  ১৫ দিনের মধ্যে ইকসু বাস্তবায়ন করতে পারবে বলে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘মুভমেন্ট ফর ইকসু’ প্লাটফর্মের আলোচনা হয়। সেখানে ইকসু’র গঠনতন্ত্র ও বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে দাবি-দাওয়া এবং আলোচনা করা হয়।

মতবিনিময়কালে উপাচার্য বলেন, ‘বেরোবি একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও তারা ছাত্র সংসদ চালু করেছে। আমাদের যেহেতু ছাত্র সংসদ চালুর ব্যাপারে কোনো স্ট্রাটেজি নাই সেজন্য আমি বেরোবি উপাচার্যের সাথে কথা বলেছি এবং তাদের ছাত্র সংসদ চালুর পদ্ধতি শুনেছি। আমি নিজেও তো ইকসুর বাইরে না। অন্যদিকে ঢাকসু, রাকসুতে যে কেন্দ্রীয় বাজেট দেয়া হয় সেখানে প্রত্যেক সম্পাদকের জন্য বাজেট বরাদ্দ থাকে। আমাদের যেহেতু কোনো বাজেট নাই সেজন্য আশা করছি খুব দ্রুত বাজেটের ব্যবস্থা করে ইকসু চালুর ব্যবস্থা করবো।’

তিনি আরও বলেন,‘আমাদের শুরুতে যে আইনগত বাঁধা আছে সেটা ওভারকাম করার চেষ্টা করছি। ইকসু চালু করতে হলে পার্লামেন্টে যেতে হবে কিন্তু অর্ন্তবর্তী সরকারে এটা সম্ভব না। ইন্টেরিম সরকার বিভিন্ন অর্ডিন্যান্স এবং আইন তৈরি করছে। সেজন্য আমরা ইকসুকে স্থায়ী রুপ দেয়ার চেষ্টা করছি।’

ইকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে তিনি বলেন,‘কিভাবে কাজ করা যায় ও ইকসুতে কতজন সদস্য রাখা যায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিকভাবে ছাত্রদের সাথে আলোচনা করবো। যত তাড়াতাড়ি আমাদের সকল ফর্মালিটি শেষ করতে পারবো ততো দ্রুত ইকসু নির্বাচন দিতে পারবো। আমাদের বর্তমান কাজের অগ্রগতি অনুযায়ী আশা করছি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সবকিছু শেষ করে পরবর্তীতে নির্বাচন দিতে পারবো।’

এসময় ক্যাম্পাসে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজের বিষয়ে তিনি বলেন, ‘ভেরিফাইড পেজ ব্যতীত যতগুলো ভুয়া পেজ আছে সেসব পেজের এডমিনিস্ট্রেটরদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আশা করছি খুব দ্রুত আমরা রিপোর্ট হাতে পাবো। যারা এসব পেজের পিছনে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।’

সাজিদ আব্দুল্লাহ’র তদন্ত অগ্রগতির বিষয়ে উপাচার্য বলেন, ‘ডিআইজি আমাকে বলেছে ফরেনসিক তদন্ত চলছে। আমরা হয়ত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে পারি। কোনো শিক্ষার্থী যেন এটাকে নেগেটিভভাবে না নেয় সেজন্য অনুরোধ করেছেন। আর সাজিদ আব্দুল্লাহ’র হত্যার বিচার অবশ্যই নিশ্চিত হবে। আমরা সার্বক্ষণিকভাবে তদন্ত অগ্রগতির খোঁজখবর রাখছি। সিআইডি বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং পুরো তদন্ত শেষ হলে তাদের রিপোর্ট প্রকাশ করবে। ইকসু নির্বাচন ও ভুয়া পেজের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির ভিড়ে সাজিদ হত্যার বিচার বিলম্বিত হবে না।’

মতবিনিময় শেষে ‘মুভমেন্ট ফর ইকসু’র প্রতিনিধিগণ জানান, ‘মার্চ ফর ইকসু’র মাধ্যমে উপাচার্যের সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে একটি আউটলাইন দিয়েছেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের সাম্ভাব্য ডেইট দিয়েছেন। সেই আলোকে এই সপ্তাহে ইকসু’র যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গঠন করবেন। প্রয়োজন হলে জরুরি সিন্ডিকেট ডেকে এটি বাস্তবায়ন করবেন।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT