৫ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

৫ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

০৭ আগস্ট ২০২৫

গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের জন্য ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ অনুমোদন পাওয়া এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো গাজাকে ‘হামাসমুক্ত’ করা।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ মাসব্যাপী এই সামরিক অভিযানে অংশ নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর পাঁচটি ডিভিশন। পরিকল্পনা অনুযায়ী গাজার সমগ্র ভূখণ্ড দখলের মাধ্যমে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চায় নেতানিয়াহু প্রশাসন।

বিশ্লেষকদের মতে, গাজার মতো জনবহুল এলাকায় এমন অভিযান পরিচালনা করলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হতে পারে। কারণ, অভিযানের অংশ হিসেবে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা মন্ত্রিসভার একাধিক সদস্য জেরুজালেম পোস্ট-কে জানান, এই পরিকল্পনা অনুমোদন নিয়ে তেমন দ্বিধা নেই; বরং প্রশ্ন হচ্ছে—উপস্থাপিত বিভিন্ন সংস্করণের মধ্যে কোনটি চূড়ান্ত হবে।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি মন্তব্য করেন, “এটি একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত। এর ফলে গাজায় যেসব মানুষ জিম্মি হয়ে আছে, তাদের জীবন চরম ঝুঁকিতে পড়বে।” যদিও তিনি পদত্যাগের মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলেও জানান।

এই অভিযানে যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জেরুজালেমের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হোয়াইট হাউস থেকে কোনো সুপারিশ এলে পরিকল্পনায় তা প্রতিফলিত হতে পারে এবং বৃহস্পতিবারের বৈঠকেই বিষয়টি আলোচনা হবে।

এদিকে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “সরকার সহায়তা কার্যক্রমের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায়।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমি নিশ্চিত, ইসরায়েল আমাদের এই সহায়তা বিতরণে সহায়তা করবে। আরব দেশগুলোর সঙ্গেও আমরা কথা বলেছি, তারা অর্থসহ নানা সহায়তা দিতে রাজি।”

গাজা দখলের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার অগ্রাধিকার হলো—গাজার ক্ষুধার্ত মানুষদের খাওয়ানো। বাকি বিষয়গুলো ইসরায়েলের সিদ্ধান্ত।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজ-কে বলেন, “এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে বড় বাধা হামাস। তারা গাজার শাসক হিসেবে কিংবা অন্য ভূমিকায় আর থাকতে পারে না।”

আন্তর্জাতিক মহলে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও নেতানিয়াহু সরকার হামাস নির্মূলে যুদ্ধে এবং সামরিক দখল—দুই পথেই অটল অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT