শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই (বুধবার) দুপুরে শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সভাপতি এস. এম. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম। সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করিম খান। এছাড়া বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর পৌরসভার সিনিয়র প্রকৌশলী রেজাউল করিম রাজা, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন, শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ মাছরাঙা টিভি। সময়োপযোগী সংবাদ পরিবেশন ও দর্শকদের রুচি অনুযায়ী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে।

আলোচনা শেষে অতিথিরা কেক কাটেন এবং পরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর দপ্তর সম্পাদক মারুফুর রহমানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক, পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT