শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
অ্যাড মেকার বাংলাদেশ ২০২৫: চ্যাম্পিয়ন বিইউপির টিম জিনক্সড ঢাবিতে প্রথম ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু দেশজুড়ে সাইবার সতর্কতা! আসছে ‘ম্যাস কেজুয়ালটি’ স্টাইল হামলা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াতের যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামল রাজবাড়ীতে ৩১ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ঢাবির জহুরুল হক হলে জুতা রাখার র‍্যাক বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস” অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদের ঢালাই ভেঙে আহত ১২ শ্রমিক, সাটারিংয়ে বাঁশ ব্যবহারের অভিযোগ অদম্য ২৪ উদ্বোধনে ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগে ছাত্রদল নেতার প্রতিবাদ

শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই (বুধবার) দুপুরে শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সভাপতি এস. এম. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম। সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করিম খান। এছাড়া বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর পৌরসভার সিনিয়র প্রকৌশলী রেজাউল করিম রাজা, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন, শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ মাছরাঙা টিভি। সময়োপযোগী সংবাদ পরিবেশন ও দর্শকদের রুচি অনুযায়ী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে।

আলোচনা শেষে অতিথিরা কেক কাটেন এবং পরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর দপ্তর সম্পাদক মারুফুর রহমানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক, পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT