ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস” অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদের ঢালাই ভেঙে আহত ১২ শ্রমিক, সাটারিংয়ে বাঁশ ব্যবহারের অভিযোগ রাজধানী দখলের গোপন পরিকল্পনায় গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী নেতাকর্মী গ্রেফতার গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে

ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

৩০ জুলাই ২০২৫

রাশিয়াকে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে মাত্র ১০ দিনের সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমার মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শুল্কসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

মার্কিন সময় মঙ্গলবার, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে আমরা রাশিয়ার ওপর শুল্ক আরোপ করব এবং অন্য পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “এই পদক্ষেপে রাশিয়ার কিছু হবে কি না জানি না। কারণ, তাদের মনে হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ারই ইচ্ছা। তবে আমরা থেমে থাকব না। প্রভাব পড়বে কি না, দেখা যাবে।”

ট্রাম্প জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং ‘সেকেন্ডারি ট্যারিফ’—অর্থাৎ রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় পক্ষের দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সেদিনই তিনি রাশিয়াকে যুদ্ধ বন্ধে ১০ থেকে ১২ দিনের সময় দিয়েছিলেন, যা এর আগে দেওয়া ৫০ দিনের আলটিমেটামের তুলনায় অনেকটাই কম।

তবে সর্বশেষ অবস্থানে এসে সময়সীমা আরও কমিয়ে আনেন ট্রাম্প। তিনি বলেন, আগামী ৮ আগস্ট এর মধ্যেই যুদ্ধ বন্ধ করতে হবে রাশিয়াকে। এর আগে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে পুতিনের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমি পুতিনের ওপর খুব হতাশ। কারণ, সে হঠাৎ কোনো শহরে—যেমন কিয়েভে—রকেট হামলা চালায়, যেখানে বৃদ্ধাশ্রমে থাকা মানুষ মারা যায়।”

তিনি আরও বলেন, “আমি এখন নতুন করে মূল্যায়ন করছি। আগের যে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলাম, তা আর টেকসই নয়। আমি এখন জানি, কী ঘটতে চলেছে।”

ট্রাম্পের এই ঘোষণাকে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানে নতুন কড়াকড়ির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT