শেরপুরে এনসিপির পদযাত্রা, ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

শেরপুরে এনসিপির পদযাত্রা, ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

শেরপুরে জুলাই অভ্যুত্থানের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৭ জুলাই) বিকেলে শহরের শহীদ স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মাহবুব চত্বরসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রাকে ঘিরে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। বিকেল পাঁচটায় থানার মোড়ে শুরু হওয়া সমাবেশে অংশ নেন হাজারো জনতা।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। তা না হলে আমরা জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব।” তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আজও দৃশ্যমান বিচার হয়নি। আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা ভারত সরকারকে জানিয়ে দিয়েছি—সীমান্তে কোনো হত্যাকাণ্ড বা পুশ-ইন মেনে নেওয়া হবে না। পুশ-ইন করতেই হলে শেখ হাসিনা ও তার দলীয় সন্ত্রাসীদের করুন।”

শেরপুরের স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জেলার অনেক অঞ্চলে বন্যহাতির উপদ্রব, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব, সরকারি স্বাস্থ্যসেবা না পাওয়া ও কর্মসংস্থানের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT