আজ (২৬ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এরই মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সংরক্ষিত মহিলা আসনের ৫টি সহ গুরুত্বপূর্ণ ২৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগসহ কয়েকটি বিষয়ে আপত্তি তুলে নির্বাচনে অংশ নেয়নি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জীবন সদস্যদের একটি অংশ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন:
সভাপতি: মো. রফিকুল ইসলাম খান
সাধারণ সম্পাদক: প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন
সহসভাপতি (সংরক্ষিত মহিলা): সাবরীনা শারমিন
কোষাধ্যক্ষ: জে এ এম সকিলউর রহমান
যুগ্ম-সাধারণ সম্পাদক (সংরক্ষিত মহিলা): ড. মোছা. ইসমত আরা বেগম
সাংগঠনিক সম্পাদক: মো. ইমাজ উদ্দিন
যুগ্ম-সাংগঠনিক সম্পাদক: মো. কবির উদ্দীন
শিক্ষা ও পাঠাগার সম্পাদক: ড. মো. নাসির উদ্দিন
যুগ্ম-শিক্ষা ও পাঠাগার সম্পাদক: মো. শহীদুল ইসলাম
যুগ্ম-তথ্য ও গবেষণা সম্পাদক: ড. মো. নূরুল ইসলাম
যুগ্ম-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: আবু সালেহ মো. আব্দুল্লাহ
যুগ্ম-প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক: মোহা. আশরাফুল আলম ইমন
যুগ্ম-ক্রীড়া সম্পাদক: রুকন উদ্দিন মো. রওশন জামির খান
দপ্তর সম্পাদক: কাজী মামুন রানা
যুগ্ম-দপ্তর সম্পাদক: মো. মোজাহিদ হাসান
আইটি সম্পাদক: মো. মাসুদ রানা
যুগ্ম-আইটি সম্পাদক: মো. হাবিবুর রহমান মুন্না
আইন সম্পাদক: মুহম্মদ শাহাদাৎ হোসাইন
মুখ্য কল্যাণ ও উন্নয়ন সম্পাদক: সাব্বির আহমেদ তাফসীর
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এ. বি. এম. কামরুজ্জামান
যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. ফরহাদ আলম
সংরক্ষিত মহিলা আসনের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
মোছা. ফাতিমা খাতুন, মোসা. সখিনা খাতুন, ড. সিরাজুম মুনীরা, শাহানারা বেগম ও শারমিন আকতার।
এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “দীর্ঘদিন পর একটি কার্যকর রুয়া গঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারা নির্বাচন বর্জন করেছেন, তারা অংশ নিলে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হতো। নির্বাচিত প্রতিনিধিরা রুয়াকে এগিয়ে নিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সংবিধান লঙ্ঘনের অভিযোগ বিষয়ে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। এই নির্বাচনে সংবিধান লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। যারা এই অভিযোগ তুলেছেন, তাদেরই প্রমাণ করতে হবে কোথায় সংবিধান লঙ্ঘন হয়েছে।”