রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আবার ফিরেছে সাদা মাইক্রোবাস ও সাদা পোশাকে অপহরণের দিন আহত নুরুল হক নুর জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ: ভিপি নুর মারাত্মক আহত রাকসু: ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান নীতিমালা ভঙ্গের অজুহাতে গাজা ইস্যুতে চার কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট আইনি সচেতনতা বৃদ্ধিতে স্কুল শিক্ষার্থীদের দোরগোড়ায় ইবি শিক্ষার্থীরা ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা প্রদান বিকেল থেকে শুরু হচ্ছে জাকসু নির্বাচনে প্রচারণা এখনো হল ছাড়েনি  মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন

রুয়েট প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই (শনিবার) সকাল ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলেন, “আওয়ামী লীগের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেটে অবস্থান থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও আওয়ামী দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, “বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই হবে।”
পরিশেষে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT