বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে শহীদ মেজর ও সিপাহী, খাইবার পাখতুনখোয়াতেও নিহত ২ নিরাপত্তা সদস্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট

বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে শহীদ মেজর ও সিপাহী, খাইবার পাখতুনখোয়াতেও নিহত ২ নিরাপত্তা সদস্য

আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (ISPR) জানায়, বেলুচিস্তানের মাসতুন জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সেনাবাহিনীর একজন মেজর ও একজন সিপাহী শহীদ হয়েছেন। এছাড়া, খাইবার পাখতুনখোয়ার পৃথক দুটি ঘটনায় আরও দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।

ISPR এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ বছর বয়সী মেজর জিয়্যাদ সালিম আওয়াল, যিনি পাঞ্জাব প্রদেশের খুশাব জেলার বাসিন্দা ছিলেন, সাহসিকতার সঙ্গে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেন এবং সিপাহী নাজাম হুসেইন (২২), যিনি ঝিলম জেলার বাসিন্দা, তার সঙ্গে শাহাদাত বরণ করেন।

অভিযানে ভারতীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর তিনজন সন্ত্রাসীকে নিহত করা হয়। আইএসপিআর জানায়, “নিজস্ব সেনারা সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত করে কার্যকরভাবে প্রতিরোধ করে এবং তাতে তিনজন সন্ত্রাসী নরকে পাঠানো হয়।”

অভিযানের পর নিরাপত্তাবাহিনী এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ পরিচালনা করছে যাতে কোনো ভারতীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসী থেকে না যায়।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার কামার ধান্দ গ্রামের বাসিন্দা তাল স্কাউটের ল্যান্স নায়েক জাফর এক স্নাইপার হামলায় শহীদ হন। একইদিন বন্নু জেলায় একটি সন্ত্রাসী হামলায় এক এফসি জওয়ান শহীদ হন এবং আরও দুইজন আহত হন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং পুলিশ প্রত্যাঘাতের সময় এক সন্ত্রাসীকে আহত করে, যাকে পরে তার সঙ্গীরা নিয়ে পালিয়ে যায়। ওই এলাকায় অভিযান চলছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি মেজর জিয়্যাদ সালিম আওয়াল ও সিপাহী নাজাম হুসেইনের শাহাদাতকে সম্মান জানিয়ে বলেন, “তাদের এই আত্মত্যাগ মাতৃভূমির প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও সাহসিকতার নিদর্শন। জাতি তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, “ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলবে, যতক্ষণ না এর মূলোচ্ছেদ করা হয়। জাতি তাদের সেনাবাহিনীর পাশে আছে।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শহীদদের আত্মত্যাগকে দেশপ্রেমের চরম নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT