চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতা পুলিশের হাতে, একজন আজীবন বহিষ্কার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ: ভিপি নুর মারাত্মক আহত রাকসু: ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান নীতিমালা ভঙ্গের অজুহাতে গাজা ইস্যুতে চার কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট আইনি সচেতনতা বৃদ্ধিতে স্কুল শিক্ষার্থীদের দোরগোড়ায় ইবি শিক্ষার্থীরা ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা প্রদান বিকেল থেকে শুরু হচ্ছে জাকসু নির্বাচনে প্রচারণা এখনো হল ছাড়েনি  মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফেব্রুয়ারিতে ভোট ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের তিন বছরের ডিনস অ্যাওয়ার্ড প্রদান ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান শেকৃবি কৃষিবিদদের ৩ দফা দাবি নিয়ে আগারগাঁও ব্লকেড

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতা পুলিশের হাতে, একজন আজীবন বহিষ্কার

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা লাগানো এবং স্থানীয় বাজারে চাঁদাবাজির অভিযোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন—লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকার মো. সবুজ আহাম্মেদ (৩৫) ও কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার মো. আল আমিন ইসলাম সাগর (২৬)।

২৩ জুলাই, বুধবার রাতে ইউনিয়নের কুসুমহাটি বাজারে অবস্থিত লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

লছমনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সবুজ আহাম্মেদ (সাবেক সভাপতি) ও আল আমিন ইসলাম সাগর (বর্তমান স্থগিতকৃত সভাপতি) দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁরা দলীয় কোনো কার্যক্রমেও অংশ নিতেন না।

বিএনপি নেতাদের অভিযোগ, বুধবার বিকেলে তাঁরা তাদের অনুসারীদের নিয়ে বলাইয়েরচর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন। এরপর লছমনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সচিবসহ অন্যান্য কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেন।

একইসঙ্গে, কুসুমহাটি বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাঁরা চাঁদা দাবি করেন। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় রাতে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার পরপরই শেরপুর সদর উপজেলা ছাত্রদল মো. আল আমিন ইসলাম সাগরকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সভাপতি পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ ও সদস্য সচিব সুমন আহমেদ।

তাঁরা আরও জানান, এর আগেই, গত ১৭ জুলাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. আল আমিন সাগরের সভাপতির পদ স্থগিত করা হয়েছিল।

এদিকে ঘটনার জেরে লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ পাঁচজনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT