রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে থাকা সকল যাত্রী ও ত্রু সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসাবশেষ ইতোমধ্যেই উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার এএন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী তিন্দা শহরের দিকে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবতরণের সময় আগুন ধরে যাওয়ার ফলে প্রাণহানি ঘটে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, উদ্ধারকারীরা আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। একইসঙ্গে, জরুরি অবস্থা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তারা বিমানের জ্বলন্ত অংশের সন্ধান পেয়েছে।
বিমানটি আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত এবং তাতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ত্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ।
টিএএসএসের খবরে বলা হয়েছে, অবতরণের সময় ক্রুদের কোনো ভুল অথবা খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। উল্লেখ্য, রাশিয়ার পূর্ব ও আর্কটিক অঞ্চলে প্রায়ই খারাপ আবহাওয়া বিরাজ করে, যা বিমান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে, তবুও প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে।