বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রুনাইয়ে বাংলাদেশী জামালের মৃত্যু, ভোলার গ্রামে শোকের মাতম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রুনাইয়ে বাংলাদেশী জামালের মৃত্যু, ভোলার গ্রামে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের চীনারুপাই শহরের একটি নির্মাণস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালিয়া গ্রামের জামাল হোসেনের (৩৫)। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটলেও খবরটি দেশে পৌঁছায় সহকর্মীর মাধ্যমে বিকেলে। এরপর থেকেই শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে জামালের গ্রাম।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জামালের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। বৃদ্ধ মা নিরুতাজ বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে কাঁদছেন, বারবার বলছেন, “আমার ছেলে তো দেশে আসতে চাইতো, কিন্তু ছুটি পায়নি। এখন শুধু লাশ হয়ে ফিরবে।” ছোট বোন কুলসুম বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের সকল সদস্য আর প্রতিবেশীরা যেন একসাথেই হারিয়েছেন এক প্রিয়জনকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে সংসারের অভাব ঘোচাতে জামাল ব্রুনাই পাড়ি দেন। সেখানে একটি নির্মাণ প্রকল্পে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কয়েকবার দেশে এলেও গত ছয় বছর ধরে কাজের চাপে আর ছুটি পাননি। এবার দেশে ফেরার জন্য তার সহকর্মীর ফেরত যাওয়ার অপেক্ষায় ছিলেন। ঠিক ছিল, ৩ আগস্ট তিনি দেশে ফিরবেন।

ফেরার আগে ভিডিও কলে পরিবারের সবার সঙ্গে দেখা করে বলেন, “তোদের জন্য অনেক কিছু কিনেছি, ৩ তারিখে দেশে ফিরবো।” এবার দেশে ফিরে বিয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু ফিরবেন ঠিকই, তবে কফিনে মোড়া নিথর দেহ হয়ে।

নিহতের ভগ্নিপতি সেকান্তর মিয়া জানান, জামালের মরদেহ ময়নাতদন্ত শেষে স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হবে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা চাই, জামালের লাশ দ্রুত ফেরত আনা হোক। দাফন-কাফনের প্রস্তুতি তো থেমে থাকতে পারে না।”

প্রতিবেশীদের মুখেও শুধু শোকের ছায়া। সবাই বলছেন, জামাল ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। এমন মানুষকে হারিয়ে শুধু তার পরিবার নয়, গোটা চর জাহাঙ্গালিয়া গ্রাম আজ শোকস্তব্ধ। শেষবারের মতো তাকে এক নজর দেখতে সকলে অপেক্ষা করছেন তার মরদেহ ফেরার দিনটির জন্য।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT