শেরপুর জেলা পুলিশের জুন ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম, মুলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জুন মাসে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হন শেরপুর সদর থানার মো. জাহাঙ্গীর আলম খান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) আবু তালেব এবং শ্রেষ্ঠ এএসআই হন একই থানার এএসআই (নিরস্ত্র) মো. উমর ফারুক। এছাড়া বিশেষ পুরস্কার পান এসআই (নিরস্ত্র) বিল্লাল হোসেন ও এএসআই (নিরস্ত্র) মো. উমর ফারুক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।