বাংলাদেশের খেলনার বাজারের আকার বর্তমানে প্রায় কোটি টাকা, যা স্মার্টফোন মার্কেটের তুলনায়ও বড়—স্মার্টফোনের বাজার যেখানে প্রায় ১০ হাজার কোটি টাকার। বিস্ময়ের বিষয়, এত বিশাল এক বাজারে এখনো কোনো সুপরিচিত দেশীয় ব্র্যান্ড মানুষের মুখে মুখে নেই। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে দেশীয় উদ্যোগ ‘Goofi World’।
গত ৬-৭ বছরে ১০০টির বেশি নিজস্ব খেলনা পণ্য তৈরি করেছে ব্র্যান্ডটি, যেগুলোর প্রতিটিই বাজারে ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিশুদের মানসিক বিকাশে সহায়ক এবং গ্লোবাল মার্কেটকে লক্ষ্য রেখে তৈরি এই প্রোডাক্টগুলোর প্রধান লক্ষ্য এক্সপোর্টের মাধ্যমে বৈদেশিক বাজার দখল করা।
Goofi-এর প্রতিষ্ঠাতা জানান, বাংলাদেশের বাজারে বর্তমানে প্রায় ৭০% খেলনার চাহিদা পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে। চীনা খেলনার দখল রয়েছে বাকি ৩০%। এর মানে, বাজারের মাত্র ১% শেয়ার দখল করলেই বছরে প্রায় ১২০ কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আর এক্সপোর্টের মাধ্যমে এই আয় ৫০০ কোটি টাকায়ও পৌঁছাতে পারে।
বাজার দখলের কৌশলের অংশ হিসেবে Goofi নিচ্ছে বেশ কিছু উদ্যোগ:
Goofi-এর উদ্যোক্তা জানান, “আমার টীমটা খুবই Young এবং মোটিভেটেড। আশা করি তারা দ্রুত ১% মার্কেট শেয়ারের লক্ষ্যে পৌঁছাতে পারবে।” একইসাথে তিনি আগ্রহী বিনিয়োগকারীদের এই উদ্যোগে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
এই ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হলে এখনই ক্লিক করুন এখানে: গুফি ওয়ার্ল্ড এর খেলনা ব্যবসায় বিনিয়োগ এর সুযোগ