২১ জুলাই (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের সয়েল মোড়, এম মহবুবউজ্জামান ভবন,ভিসি বাংলো, টিএসসি সহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ,প্রো-ভিসি অধ্যাপক ড. মো: বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড.আব্দুল লতিফ বলেন,আমাদের বাংলাদেশের ইতিহাসের এটা একটি স্মরণীয় মাস। এ মাসেই বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দীর্ঘ ১৬/১৭ বছর বাংলাদেশের মানুষের উপর যে দুঃশাসন চলছিলো তার পতন হয়েছে। এমাস আমাদের আন্দোলনের মাস। ভবিষ্যতে এই দেশে কখনও স্বৈরাচারের প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে সচেষ্ট থাকবো এবং দেশকে দুর্নীতিমুক্ত করবো এই হচ্ছে আমাদের অঙ্গীকার।