জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারের সূচনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত জুলাই গণঅভ্যুত্থান ‘২৪ বর্ষপূর্তিতে শেকৃবিতে র‍্যালি অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাবিতে একদিনের ছুটি মাদ্রাস শিক্ষককে কুপিয়ে হত্যা, উত্তেজিত জনতার পিটুনিতে ঘাতকের মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে যেভাবে “জঙ্গি” সাজিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রভোস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু আকাশপথে মাদক পাচারের চেষ্টা, জর্ডানে ৩১০টি ড্রোন জব্দ প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে বিইউপিতে শ্রদ্ধাভরে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারের সূচনা

মাহমুদা নাঈমা, মো:ইরান মিয়া (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীনে শুরু হলো ২ দিনব্যাপী, ২০২৪-২৫ অর্থবছরের মনোনীত গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি সেমিনার।

রবিবার (২০ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই গবেষণা সেমিনারের উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত থাকার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”

এছাড়াও,ময়মনসিংহ অঞ্চল শিল্প-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। কলা অনুষদের এই সেমিনারে যে গবেষণা উপস্থাপিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ,সভাপতি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রধান মো. তারিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এই সেমিনারে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT