মাত্র ৯ বছর বয়সেই হাতে কোরআন লেখার বিরল কৃতিত্ব অর্জন শিশু মাদলাজের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত জুলাই গণঅভ্যুত্থান ‘২৪ বর্ষপূর্তিতে শেকৃবিতে র‍্যালি অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাবিতে একদিনের ছুটি মাদ্রাস শিক্ষককে কুপিয়ে হত্যা, উত্তেজিত জনতার পিটুনিতে ঘাতকের মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে যেভাবে “জঙ্গি” সাজিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রভোস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু আকাশপথে মাদক পাচারের চেষ্টা, জর্ডানে ৩১০টি ড্রোন জব্দ প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে বিইউপিতে শ্রদ্ধাভরে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’

মাত্র ৯ বছর বয়সেই হাতে কোরআন লেখার বিরল কৃতিত্ব অর্জন শিশু মাদলাজের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

২০ জুলাই ২০২৫

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী মুহাম্মদ মাদলাজ এক অনন্য অর্জনের সাক্ষর রেখেছে। প্রায় আড়াই বছর ধরে নিবিড় অধ্যবসায় ও ধর্মীয় অনুরাগ নিয়ে সে নিজ হাতে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ লিখে শেষ করেছে। এই কৃতিত্বকে শিশুটির নিষ্ঠা, ধৈর্য ও সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সবাই।

মাত্র ছয় বছর বয়সে, ২০২২ সালের ডিসেম্বর মাসে, স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রেরণা পেয়ে সে এ কাজ শুরু করে। প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কোরআন লিখে যেত মাদলাজ। লেখার সময় সে আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য রক্ষা করত এবং তাজবিদসহ নির্ভুলভাবে লেখার নিয়ম মেনে চলত।

পরিবারের সহযোগিতাও ছিল যথেষ্ট। তার মা নিয়মিতভাবে লেখা অংশগুলো পর্যবেক্ষণ ও সংশোধন করতেন। শিশুটির জন্য শান্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে সে মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন করতে পারে। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করে মাদলাজ।

লিখিত কোরআনের কপিটি পরে অভিজ্ঞ হাফেজ ও আলেমদের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। কোরআনের প্রতিটি পারা একাধিকবার পরীক্ষা করে দেখা হয়, যাতে এটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ হয়। দু’মাসব্যাপী এই পর্যালোচনার কাজ শেষে তা সম্পূর্ণ নির্ভুল বলেই গণ্য করা হয়।

সূত্র: ইকনা

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT