২০ জুলাই ২০২৫
মাত্র ছয় বছর বয়সে, ২০২২ সালের ডিসেম্বর মাসে, স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রেরণা পেয়ে সে এ কাজ শুরু করে। প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কোরআন লিখে যেত মাদলাজ। লেখার সময় সে আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য রক্ষা করত এবং তাজবিদসহ নির্ভুলভাবে লেখার নিয়ম মেনে চলত।
পরিবারের সহযোগিতাও ছিল যথেষ্ট। তার মা নিয়মিতভাবে লেখা অংশগুলো পর্যবেক্ষণ ও সংশোধন করতেন। শিশুটির জন্য শান্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে সে মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন করতে পারে। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করে মাদলাজ।
লিখিত কোরআনের কপিটি পরে অভিজ্ঞ হাফেজ ও আলেমদের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। কোরআনের প্রতিটি পারা একাধিকবার পরীক্ষা করে দেখা হয়, যাতে এটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ হয়। দু’মাসব্যাপী এই পর্যালোচনার কাজ শেষে তা সম্পূর্ণ নির্ভুল বলেই গণ্য করা হয়।
সূত্র: ইকনা