জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে ২১ জুলাই ( সোমবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের( ইউজিসি) নির্দেশনার আলোকে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০ জুলাই ( রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই সকাল ১০টায় শেকৃবি ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী-শ্রমিকদের অংশগ্রহণে একটি সম্মিলিত র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হবে।
এছাড়া একই দিন সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান ”২৪ স্মরণে দোয়া ও আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।