বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে আগামী ২০ জুলাই ২০২৫, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫’। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষক, শিক্ষার্থী এবং শহীদদের পরিবারের সদস্যরা।
স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে বিইউপিতে প্রতিবছরই আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। এ বছরের আয়োজনকে বিশেষ করে তুলেছে তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম—
প্রথমেই থাকবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ সংরক্ষণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
এরপর অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ পর্ব, যেখানে বিগত বছরগুলোতে আহত শিক্ষার্থীদের পাশাপাশি শহীদদের পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন।
সবশেষে, অনুষ্ঠিত হবে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগিতা, যার মূল থিম নির্ধারিত হয়েছে জুলাই মাসের গণঅভ্যুত্থান। এতে শিক্ষার্থীরা তাঁদের চিন্তা, অনুভব ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।
বিইউপির সকল শিক্ষার্থীর জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত। আয়োজক কমিটি আশা করছে, সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইতিহাসচর্চা, মূল্যবোধ গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।