চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ কাথারিয়া এলাকায় একটি নতুন মসজিদ উদ্বোধনের সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা মোহাম্মদ আজগর। শুক্রবার, ১৮ জুলাই, বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নতুন মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক বড়ুয়া তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মাওলানা মোহাম্মদ আজগর ছিলেন দক্ষিণ কাথারিয়ার আইল্লার বড় বাড়ির বাসিন্দা, মোহাম্মদ জেবল হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত ধর্মভীরু, বিনয়ী ও সামাজিকভাবে পরিচিত এই মানুষটির এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় মসজিদপাড়ার মুসল্লি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক সংযোগে হাত লাগলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন মাওলানা আজগর। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে নিশ্চিত হওয়ায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয়রা। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারের প্রতি সহনশীলতা দান করেন।