অদ্রিকে সভাপতি ও অর্ককে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

অদ্রিকে সভাপতি ও অর্ককে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
নবনির্বাচিত সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।সংগৃহীত ছবি
নবনির্বাচিত সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।সংগৃহীত ছবি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (একাংশ) সংসদের ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।
গত ১৬ জুলাই, বুধবার, তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অদ্রি অংকুর, সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা মনি।
“যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে” — এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অমর্ত্য রায় এবং বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
উদ্বোধনী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। সেখানে একবছর মেয়াদী নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। মোট ২৫টি পদে ২৩ জন সদস্যের নাম প্রকাশ করা হয়, বাকি দুটি পদ ভবিষ্যতে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়।
আজ ১৭ জুলাই, সম্মেলনের দ্বিতীয় দিনে, সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উদযাপন এবং ফ্যাসিবাদবিরোধী কনসার্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হলো:
সভাপতি: অদ্রি অংকুর, সহ-সভাপতি: সাবেরীন নওশাদ,সহ-সভাপতি: সাদিয়া ইসলাম মুন,
সাধারণ সম্পাদক: ফাইজান আহমেদ অর্ক,
সহকারী সাধারণ সম্পাদক: সীমান্ত বর্ধন, সহকারী সাধারণ সম্পাদক: জারিন তাসনিম প্রমি,
সাংগঠনিক সম্পাদক: মায়িশা মনি,
কোষাধ্যক্ষ: ইসফার সাদ, দপ্তর সম্পাদক: মোঃ রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আনিকা তাবাসসুম ফারাবী,
সাংস্কৃতিক সম্পাদক: নুশরিকা অদ্রি,
 সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক: জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক: ইশতিয়াক বিন ইকবাল।
সদস্য হিসেবে রয়েছেন : ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল,আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান,
 আদৃতা রায়, সিয়াম মাহমুদ এবং দুইটি সদস্য পদ খালি রয়েছে।
নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র রাজনীতির চর্চা ও আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT