সংবাদ সম্মেলনে রাসেল দাবি করেন, গুইমারা বাজারের ইজারার শেয়ারের মাধ্যমে সম্প্রতি ৯ লাখ ২৫ হাজার টাকা লাভ হয়। পুরো প্রক্রিয়ায় মনজিলা সুলতানা জড়িত ছিলেন। কিন্তু লাভের টাকা থেকে তাকে মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা নেত্রী নিজেই রেখে দিয়েছেন।
তিনি আরও বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে মনজিলা সুলতানা নিজের নামে একাধিক প্রকল্প নিয়েছেন এবং সেগুলোর বরাদ্দ নিজের স্বার্থে ব্যবহার করেছেন। দলীয় স্বার্থের বদলে তিনি ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন রাসেল।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে রাসেল বলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনজিলা সুলতানা ঝুমা অভিযোগ অস্বীকার করে বলেন, “রাসেল আমাদের দলে একজন সাধারণ কর্মী মাত্র। তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এসব ভিত্তিহীন অভিযোগ ২১ জুলাইয়ের কর্মসূচি বানচাল করতে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে করা হচ্ছে। এসবের কোনো আইনগত ভিত্তি নেই।”