কক্সবাজারে পায়ুপথে ২ হাজার ইয়াবা বহনের সময় বিএনপি নেতা আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজধানী দখলের গোপন পরিকল্পনায় গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী নেতাকর্মী গ্রেফতার গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে সাপে কেটেছিল এক সাপুড়েকে, সেই সাপই কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে পাকিস্তানের সঙ্গে তেল উন্নয়ন চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

কক্সবাজারে পায়ুপথে ২ হাজার ইয়াবা বহনের সময় বিএনপি নেতা আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ায় বিজিবির তল্লাশিতে পায়ুপথে লুকানো দুই হাজার ইয়াবাসহ টেকনাফের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে উখিয়ার ইমামের ডেইল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে স্থাপিত বিজিবির অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৪৯)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা এবং বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা তল্লাশি অভিযান চালান। একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রী নূর মোহাম্মদকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন যে তার পায়ুপথে মাদক রয়েছে।

পরে তার দেহ থেকে দুটি বায়ুবিরোধী প্যাকেট বের করে গুনে দেখা হয়, তাতে ২ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে। জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে বিএনপির টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে মৌখিকভাবে নূর মোহাম্মদকে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মাদকসহ আটক হওয়ার খবর পাওয়ার পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT