শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অভিনব কায়দায় ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ কর্ণজোড়া বিওপির আওতাধীন মারেকপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় বিজিবির টহল দল। আনুমানিক ভোর ৪টা ১০ মিনিটে চালানো এই অভিযানে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ আটক করা হয়, যার বাজারমূল্য ১৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।
পাচারকারীরা অত্যন্ত চাতুর্যের সঙ্গে সীমান্ত পার হয়ে এই মালামাল বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির তৎপরতায় তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিপুল পরিমাণ এই ফেইস ওয়াশ আটক করে সীমান্তে অবৈধ পাচার রোধে আবারও নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখল ৩৯ বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধ ও আন্তর্জাতিক সীমানা নিরাপত্তায় দিনরাত ২৪ ঘণ্টা সতর্কভাবে দায়িত্ব পালন করছে তারা। পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।