১০ জুলাই ২০২৫
মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে ভারতের হরিয়ানা রাজ্য থেকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (৭৮ ব্যাটালিয়ন) পুশ-ইনের মাধ্যমে তাদের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্ত অতিক্রম করার পর আটককৃতরা আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। সকালে স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পেয়ে সন্দেহ হলে বিজিবিকে খবর দেন। পরে দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং প্রায় এক দশক আগে জীবিকার খোঁজে ভারতে যান। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠায়।
আটককৃতরা সবাই সনাতন ধর্মাবলম্বী। এদের মধ্যে রয়েছে চার শিশু, তিন নারী ও তিন পুরুষ।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদের দাবি সত্য প্রমাণিত হলে প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো সাড়া মেলেনি।