ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে দুই মাসের অচলাবস্থা, দাবি BIT বাস্তবায়ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ নিষিদ্ধ আওয়ামী কর্মীদের নাশকতা—বিভিন্ন স্থানে আগুন–বিস্ফোরণ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে দুই মাসের অচলাবস্থা, দাবি BIT বাস্তবায়ন

নাজমুল হুদা তানজীম, ক্যাম্পাস প্রতিনিধি, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি ২০-২১ সেশনের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার ঘটনার পর প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে কলেজটির শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন, ‘কম্বাইন্ড সিস্টেম’ নামক পরীক্ষাপদ্ধতির বলি হয়ে প্রাণ দিতে হয়েছে ধ্রুবজিৎকে।

উল্লেখ্য, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসহ কয়েকটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত হয়ে ‘প্রযুক্তি ইউনিট’ নামে পরিচালিত হয়ে আসছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সেমিস্টার পরীক্ষা—সবকিছুই একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হওয়ায় সেশনজট ও নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। শুরুতে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক কোনো সাড়া না পাওয়ায় এখন তারা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে—তা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিনটি সরকারি কলেজকে ‘BIT (Bangladesh Institute of Technology)’ রূপে রূপান্তরিত করা।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের প্রাথমিক দাবির মধ্যে ছিল নিজেদের কলেজে নিজস্ব পরীক্ষাপদ্ধতি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টি তাদের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে।”

কলেজটির এক শিক্ষার্থী সিবাজী রায় জানান, “আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছি।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—জানতে চাইলে তারা বলেন, “শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। আমরা আশা করি সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।”

উল্লেখযোগ্য যে, একসময় রুয়েট, কুয়েট ও চুয়েট ‘বিআইটি’ হিসেবে পরিচালিত হতো। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT