নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে বিলুপ্ত ঘোষিত বালুমহাল থেকে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করা বালু পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ এবং সংশ্লিষ্ট ৯ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত থেকে ৪ জুলাই (শুক্রবার) সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন—কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাই এলাকার আজিজুল শেখের ছেলে গাজী শেখ (২৮), হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশালের বাগান গ্রামের আজিজুল হকের ছেলে রুকন (২৭), মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) এবং আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।

তাদের মধ্যে সাতজনকে ১৫ দিন করে এবং দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল বিলুপ্ত ঘোষণা ও সবধরনের বালু উত্তোলন-পরিবহন নিষিদ্ধ থাকার পরও দীর্ঘদিন ধরে কালাকুমাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এসব ট্রাক জব্দ করা হয় এবং ট্রাক চালকদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “নিষিদ্ধ এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT