নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে বিলুপ্ত ঘোষিত বালুমহাল থেকে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করা বালু পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ এবং সংশ্লিষ্ট ৯ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত থেকে ৪ জুলাই (শুক্রবার) সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন—কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাই এলাকার আজিজুল শেখের ছেলে গাজী শেখ (২৮), হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশালের বাগান গ্রামের আজিজুল হকের ছেলে রুকন (২৭), মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) এবং আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।

তাদের মধ্যে সাতজনকে ১৫ দিন করে এবং দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল বিলুপ্ত ঘোষণা ও সবধরনের বালু উত্তোলন-পরিবহন নিষিদ্ধ থাকার পরও দীর্ঘদিন ধরে কালাকুমাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এসব ট্রাক জব্দ করা হয় এবং ট্রাক চালকদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “নিষিদ্ধ এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT