নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর এলাকায় মঙ্গলবার ভোরে (১ জুলাই) পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা চক্রের কর্মকাণ্ড পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ফয়েজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখে সন্দেহ হলে কাছে গেলে সেখানে অবস্থানরত ৭-৮ জন পালিয়ে যায়। পরে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল তল্লাশি করলে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস স্তূপ করে রাখা হয়, যা দেখে আনসার সদস্যরা দ্রুত পুলিশকে খবর দেন।
পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান, গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম হওয়ায় এই চক্র গরুর মাংসের বিক্রির নামে ঘোড়ার মাংস বিক্রি করছিল। আটক ফয়েজ মিয়ার কাছ থেকে সত্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, বাজারে গরু বা মহিষের মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করতেই এই জবাই করা হয়েছে। বিশেষত, মাংসের কাটার ধরন এবং অবস্থান দেখে এমন ধারণা করা হচ্ছে।