টঙ্গীর এশিয়ান জেনারেল হসপিটালে ডেলিভারির সময় চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের বাম পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয়দের মাঝে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডেলিভারির সময় যথাযথ যত্ন না নিয়ে দ্রুততার সাথে ইউটেরাস থেকে নবজাতককে বের করতে গিয়ে এক কর্মী শিশুর পা ধরে টান দেন, ফলে নবজাতকের পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই ঘটনায় প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্বে ছিলেন ডা. শাকিলা পাটোয়ারী, যিনি ইতিপূর্বেও ভুল চিকিৎসার অভিযোগে বিতর্কিত। একটি বেসরকারি ফ্যাক্ট-ফাইন্ডিং টিম জানিয়েছে, গত কয়েকদিন আগেও তার ভুল চিকিৎসায় আরেকটি নবজাতকের মৃত্যু ঘটে।
স্থানীয় একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, “রোগীর সাথে যা খুশি তাই ব্যবহার করছেন এই চিকিৎসক ও তার টিম।” এ ধরণের অবহেলা ও অমানবিক আচরণের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণ।