উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরার ১১ নম্বর সেক্টরে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উত্তেজিত জনতা সাবেক সিইসিকে আটক করলে পুলিশ তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয়। এরপর তাকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়। ডিসি মহিদুল বলেন, ‘তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে। সেখান থেকে তাকে থানায় হস্তান্তর করা হবে।’ পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির দায়ের করা একটি মামলার কয়েক ঘণ্টার মধ্যেই কে এম নূরুল হুদাকে আটক করা হলো। মামলায় ১০ম, ১১তম এবং ১২তম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তৎকালীন নির্বাচন কমিশনের ২৪ জন সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির অভিযোগ, ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT