৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি
দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট এখন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এ দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। ফারুকী জানান, এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে সরকারি গেজেট প্রকাশ করা হবে। এরপর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হবে।
তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাপক কর্মসূচি পালিত হবে। এর মধ্যে মূল অনুষ্ঠানগুলো ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে। এই কর্মসূচির উদ্দেশ্য জুলাইয়ের সেই ঐক্যের দিনগুলোর আবহ ফিরিয়ে আনা। ফারুকী বলেন, আন্দোলনের সময় দেশের মানুষ যেভাবে এক হয়েছিল, সেই অনুভূতি ফিরিয়ে আনতেই এই আয়োজন।
এছাড়া ফারুকী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন।
আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।