লন্ডনে আইনজীবী ব‍্যারিস্টার মনোয়ার হোসেন বিশেষ সম্মাননা স্বীকৃতিপত্র পেলেন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
‘চাচা’ সম্বোধনে প্রধানমন্ত্রী বরখাস্ত, থাই রাজনীতিতে আগুন রাবিতে খাদ্য নিরাপত্তা অভিযান চলছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সোমবার জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতি বৃত্তি’ চালু ‘চুপ্পু আউট, খালেদা ইন’ পিনাকীর নতুন প্রস্তাব ডিএনসিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি উদ্বোধন শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক ইসরায়েলকে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লন্ডনে আইনজীবী ব‍্যারিস্টার মনোয়ার হোসেন বিশেষ সম্মাননা স্বীকৃতিপত্র পেলেন

শহিদুল ইসলাম (বিশেষ প্রতিবেদক)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে
barrister monoyar honored in London

যুক্তরাজ্যের লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী ব‍্যারিস্টার মনোয়ার হোসেন-কে আইন পেশায় তাঁর সফলতা এবং আইনজীবী হিসেবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্প্রতি স্বীকৃতিস্বরুপ সম্মাননায় ভূষিত করা হয়।

কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এই স্বীকৃতিপত্র তাঁর  হাতে তুলে দেন। ইংরেজিতে লেখা স্বীকৃতিপত্রে লিখা হয়েছে ন্যায়বিচার ও আইন সেবায় তাঁর অসামান্য নিষ্ঠা, পেশাদারিত্ব এবং অবিচল প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি স্বরূপ । তাঁর গুরুত্বপূর্ণ অবদান সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং আইন পেশার মান সমুন্নত রেখেছেন।

সম্মাননা পত্রটি নেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট  ওয়েলফেয়ার এ ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটরস এর সাবেক সভাপতি ব‍্যারিস্টার দেওয়ান মেহেদী,  লন্ডন বাংলা টিভি পরিচালক সাংবাদিক এনাম চৌধুরী, এম এইচ ব‍্যারিস্টারস (হোসেন ল’ এসোসিয়েটস) এর ব‍্যারিস্টার ফায়াজ আমিন ও ব‍্যারিস্টার সাইমা তাহমিন।

এ সম্পর্কে তাঁর ফেসবুকে ব‍্যারিস্টার মনোয়ার লিখেছেন, দীর্ঘদিনের আইনি পেশার মাধ্যমে যে অক্লান্ত পরিশ্রম করেছি তার প্রতি স্বীকৃতিদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ না জানালে অন‍্যায় হবে। আশাকরি এ ধরনের স্বীকৃতি অন্যান্যদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে উৎসাহিত করবে।

উল্লেখ্য যে, ব‍্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে লিংকনস ইন থেকে ব‍্যারিস্টার যোগ‍্যতা অর্জন করার পর দীর্ঘদিন ইংল্যান্ডে একজন প্র‍্যাকটিসিং ব‍্যারিস্টার হিসেবে আইন পেশায় যুক্ত আছেন। তিনি একই সাথে সেখানে মানবাধিকার ও কমিউনিটির কর্ম কান্ড, আইন বিষয়ক টিভি অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT