কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি নাটকীয় এক ঘটনার জন্ম দিয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় একটি রেলসেতুর ওপর হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন ১৩টি বগি ফেলে সামনে চলে যায়। এতে মাঝপথেই সেতুর ওপর আটকে পড়েন যাত্রীরা, পড়েন চরম ভোগান্তিতে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্যমতে, চল্লিশা এলাকায় ট্রেনটি রেলসেতুতে ওঠার পর একটি বিকট শব্দ ও ঝাঁকুনি অনুভব করেন তারা। কিছুক্ষণ পর ট্রেন থেমে যায়। পরে জানা যায়, ইঞ্জিনের সঙ্গে থাকা একটি মাত্র বগি নিয়ে ট্রেনটি নেত্রকোণা স্টেশনে পৌঁছেছে, বাকি ১৩টি বগি সেতুর ওপর রয়ে গেছে।
ঘটনার পর আতঙ্কে থাকা যাত্রীরা বলেন, এমন একটি স্থানে আটকে পড়া খুবই বিপজ্জনক। অন্ধকারে সেতুর ওপর বসে থাকতে হচ্ছে, নামারও উপায় নেই।
এ বিষয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। সন্ধ্যা ৭টার দিকে চল্লিশা এলাকায় ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে গেলে বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ইঞ্জিনটি একটি বগি নিয়ে স্টেশনে চলে আসে। পরে ইঞ্জিন আবার বিচ্ছিন্ন বগিগুলোর কাছে ফিরে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু হয়নি।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন আসার জন্য যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে।