রেলসেতুতে ১৩ বগি রেখেই এগিয়ে গেল ইঞ্জিন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

রেলসেতুতে ১৩ বগি রেখেই এগিয়ে গেল ইঞ্জিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি নাটকীয় এক ঘটনার জন্ম দিয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় একটি রেলসেতুর ওপর হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন ১৩টি বগি ফেলে সামনে চলে যায়। এতে মাঝপথেই সেতুর ওপর আটকে পড়েন যাত্রীরা, পড়েন চরম ভোগান্তিতে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্যমতে, চল্লিশা এলাকায় ট্রেনটি রেলসেতুতে ওঠার পর একটি বিকট শব্দ ও ঝাঁকুনি অনুভব করেন তারা। কিছুক্ষণ পর ট্রেন থেমে যায়। পরে জানা যায়, ইঞ্জিনের সঙ্গে থাকা একটি মাত্র বগি নিয়ে ট্রেনটি নেত্রকোণা স্টেশনে পৌঁছেছে, বাকি ১৩টি বগি সেতুর ওপর রয়ে গেছে।

ঘটনার পর আতঙ্কে থাকা যাত্রীরা বলেন, এমন একটি স্থানে আটকে পড়া খুবই বিপজ্জনক। অন্ধকারে সেতুর ওপর বসে থাকতে হচ্ছে, নামারও উপায় নেই।

এ বিষয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। সন্ধ্যা ৭টার দিকে চল্লিশা এলাকায় ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে গেলে বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ইঞ্জিনটি একটি বগি নিয়ে স্টেশনে চলে আসে। পরে ইঞ্জিন আবার বিচ্ছিন্ন বগিগুলোর কাছে ফিরে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু হয়নি।

তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন আসার জন্য যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT