
গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ ‘সীমা অতিক্রম করেছে’ বলে স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, আত্মরক্ষার অধিকার থাকা সত্ত্বেও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডে মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইতালীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে কালাস জানান, গাজায় ইসরায়েলি অভিযান ‘সীমালঙ্ঘন করেছে’ এবং পরিস্থিতি ‘মানবিক বিপর্যয়ের’ দিকে যাচ্ছে। তিনি বলেন, ইইউ ফিলিস্তিনিদের জন্য ১.৬ বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছে।
কাজা কালাস আরও বলেন, “ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা অপরিহার্য।” এ কারণে ইউরোপীয় ইউনিয়ন দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেই একমাত্র টেকসই পথ হিসেবে বিবেচনা করছে বলে জানান তিনি।
এদিকে, রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরায়েল গাজা উপত্যকায় আবারও হামলা শুরু করে, যা জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন। ইসরায়েলি হামলায় প্রতিদিনই বেসামরিক মানুষ—বিশেষ করে নারী ও শিশুরা—নিহত হচ্ছে। তাছাড়া, মানবিক সহায়তাও উপত্যকায় পৌঁছানো প্রায় বন্ধ হয়ে গেছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং গাজায় মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।