মোদীকে পুরোনো ছবি উপহার প্রধান উপদেষ্টা ভারতকে চাপে ফেললেন? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

মোদীকে পুরোনো ছবি উপহার প্রধান উপদেষ্টা ভারতকে চাপে ফেললেন?

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে পুরোনো ছবি তুলে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে পুরোনো ছবি তুলে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

থাইল্যান্ড সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে একটি ছবি উপহার দেন—যেখানে মোদী ২০১৫ সালে ইউনূসকে স্বর্ণপদক দিচ্ছেন। সামাজিক মাধ্যমে এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। তবে সম্মান প্রদর্শনের এই প্রচেষ্টা নেটিজেনদের এক ভিন্ন হাস্যরসের উৎসে পরিণত হয়েছে।

নেটিজেনদের মতে, এমন এক সময় এই ছবি উপহার দেওয়া হলো যখন ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে ইউনূসকে বাংলাদেশে সন্ত্রাসবাদের নেপথ্য চরিত্র হিসেবে তুলে ধরছে। ফলে, একই ব্যক্তি মোদীর হাতে সম্মানিত হওয়ার স্মৃতি তুলে ধরায় অনেকেই তা ব্যঙ্গাত্মকভাবে দেখছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ছবিটি শেয়ার করে লেখেন, “Top!”

একই ছবি শেয়ার করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ সরোয়ার হোসেন ফেসবুকে লেখেন, “প্রফেসর ইউনুস খুব স্মার্ট!”

বিষয়টিকে কেউ কেউ রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। তারা মনে করছেন, ইউনূস মোদীকে সম্মান দিয়ে কূটনৈতিক নরম বার্তা দিয়েছেন, আবার অতীতের স্মৃতি তুলে ধরার মাধ্যমে ভারতের সাম্প্রতিক অবস্থানের প্রতি কৌশলে ‘ঠুক’ দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ আলোচনা তৈরি করেছে, তা কেবল ইউনূস-মোদী সাক্ষাতের আনুষ্ঠানিকতা নয়—বরং দুই দেশের কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটেও তা মূল্যায়নযোগ্য।

মোদীর সাথে আলাপে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত পাওয়া ও সীমান্তে বিএসএফ কর্তৃক নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT